চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা স্লুইচ গেট সংলগ্ন হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গভীর রাতে অভিযানে ছয়নজনকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার সুনিল দাসের ছেলে চান্দু দাশ, ভোলার চরপেশন উপজেলার আবদুল খালেকের ছেলে শাহিন মিয়া, মনপুরা উপজেলার মো: হারুনের ছেলে মো: আমির, মরহুম মো: ফারুকের ছেলে মো: কবির, লালমোহন উপজেলার মো: ইলিয়াছের ছেলে মো: শরিফ ও মনপুরার মো: সালাউদ্দিনের ছেলে মো: কিরণ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা অমান্য ও হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তাদের জরিমানাসহ কারাদণ্ড দেয়া হয়েছে।’
তিনি আরো জানান, ‘আটক ব্যক্তিদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।’



