সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে বিজয় মেলা-২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়।
দুপুরে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেইসাথে এক আলোচনা সভার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুক মিয়া, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্ল্যাহ, ইউনিয়ন পরিষদ সদস্য আল আমিন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।



