ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বগুড়ায় বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে মালবাহী ট্রাকের ধাক্কায় আটোভ্যানের যাত্রী রেবেকা খাতুন ও তার চার বছরের ছেলে হুজাইফা নিহত হয়েছে।

Location :

Dhunat
ধুনট থানা, বগুড়া
ধুনট থানা, বগুড়া |নয়া দিগন্ত

রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া)

বগুড়ায় ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে মালবাহী ট্রাকের ধাক্কায় আটোভ্যানের যাত্রী রেবেকা খাতুন (২৬) ও তার কোলে থাকা চার বছরের ছেলে হুজাইফা নিহত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ২টার দিকে রেবেকা খাতুন তার ছেলেকে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। ধুনট শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্বপাশে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আটোভ্যানকে ধাক্কা দিলে যাত্রী রেবেকা খাতুন ও তার কোলে থাকা ছেলে সন্তান ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছে।

ধুনট থানার এস আই হারুনার রশিদ জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মা ও ছেলের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে পাঠানো।