ভারতীয় অংশে মৃত্যু

২৪ ঘণ্টায়ও মেলেনি বাংলাদেশীর লাশ

এপারে স্বজনদের অপেক্ষা

স্বজনেরা শনিবার (৯ আগস্ট) দুপুর থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত সীমান্তে দর্শন চেকপোস্টে অপেক্ষা করছেন লাশ কখন আসবে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
দর্শনা চেকপোস্ট
দর্শনা চেকপোস্ট |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টের বিপরীতে ভারতীয় অংশে বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রী রোগীর মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো লাশ পায়নি তার আত্মীয়-স্বজনরা।

স্বজনেরা শনিবার (৯ আগস্ট) দুপুর থেকে রোববার বেলা ৩টা পর্যন্ত সীমান্তে দর্শন চেকপোস্টে অপেক্ষা করছেন লাশ কখন আসবে।

এদিকে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা গেছে, তারা চেষ্টা করছেন বিএসএফের ৩২ ব্যাটালিয়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে লাশ ফেরত আনতে।

তবে দর্শনা ইমিগ্রেশন পুলিশ অফিসার জানিয়েছেন, মৃত ব্যক্তির লাশটি কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই।

দর্শনা ইমিগ্রেশন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর থানার বারোথাদা গ্রামের শ্রী অদিত্য কুমারের ছেলে শ্রী ভরত কুমার (৬২) গত ২২ জুলাই ভারতে চিকিৎসার উদ্দেশ্যে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যান। ৯ আগস্ট শনিবার চিকিৎসা শেষে দেশ ফেরার জন্য গেদে ইমিগ্রেশন চেকপোস্টের যাবতীয় কার্যক্রম শেষ করেন। দুপুর ২টার দিকে বিএসএফ চেকপোস্ট পার হওয়ার সময় তিনি মারা যান।

মৃতের ভাতিজা আশিষ কুমার পাল জানান, ‘শনিবার মৃত্যুর খবর শুনে দর্শনা চেকপোস্টে চলে আসি এবং সেই থেকে লাশটি আনার চেষ্টা করেও আজ রোববার ২৪ ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু লাশ আসার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমার দাদা ওপাশে আছেন। শুনেছি লাশের অবস্থা খারাপ, পঁচতে শুরু করেছে।’

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো: তারিক জানান, ‘বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত (রোববার দুপুর ৩টা) লাশ আসার কোনো খবর নাই বা জানায়নি।’

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হাসান বলেন, ‘আমরা লাশ আনার চেষ্টা করছি, উচ্চ পর্যায়ে কথাও বলেছি। শনিবার ঘটনাটি ঘটার পর থেকে বিএসএফের সাথে যোগাযোগ করে চলেছি। ভারতীয় বিএসএফ আমাদেরকে বলেছে, তাদের অংশে মারা গেছে। এজন্য লাশটি থানায় নেয়া হয়েছে, পুলিশি কার্যক্রম শেষ হলেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেয়া হবে।’