পাথরঘাটায় ১০২ কেজি হরিণের গোস্তসহ শিকারি আটক

রোববার ভোরের দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barguna
১০২ কেজি হরিণের গোস্তসহ শিকারি আটক
১০২ কেজি হরিণের গোস্তসহ শিকারি আটক |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের গোস্ত উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে মো: লিটন হাওলাদার (৪৯) নামে একজনকে আটক করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক লিটন উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো: রুস্তম আলীর ছেলে বলে জানা যায়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ডের একটি দল। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের গোস্ত উদ্ধার করা হয়। এ সময় হরিণ শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে মো: লিটনকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধার হরিণের গোস্তসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’