বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফর আলীকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে।
শনিবার (৩১ মে) পুলিশ সুপার মো: আব্দুল জলিল এ নির্দেশনা দেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: শামসুল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক সিদ্ধান্তে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুরের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, শুক্রবার (৩০ মে) নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়ায় বর্ষা ও তার বাবার ওপরে হামলা হয়। পুলিশ জড়িতদের গ্রেফতার করে থানায় আনার পথে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর ও গাড়ির চালককে আহত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ মো: আরাফাত অভিযোগ করেন, ঘটনাস্থলে হামলার খবর পেয়ে পুলিশ সেখানে দ্রুত উপস্থিত হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা নিরাপত্তা পান, কিন্তু জেলা পর্যায়ের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।