খুলনার পাইকগাছায় নিখোঁজের চার দিন পর কপোতাক্ষ নদের খেরসা সেতু সংলগ্ন এলাকা থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে নদীর চর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে স্থানীয়রা নদীর চরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, ‘সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
এদিকে নিহত দীনেশের পরিবার জানায়, গত ২৬ নভেম্বর নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেনি স্বজনরা।



