কটিয়াদীতে হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার

সোমবার (১০ নভেম্বর) সকালে ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
শহিদুল্লাহ
শহিদুল্লাহ |সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা-কটিয়াদী রুটে জলসিঁড়ি পরিবহনের বাস চালাতেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেগুনহাটি এলাকার করম আলীর ছেলে। তার স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। রোববার রাতে বাস চালিয়ে কটিয়াদী আসার পর খাওয়া-দাওয়া শেষে তিনি বাসেই বিশ্রামে যান। রাত আনুমানিক ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তিনি হেলপারকে সাথে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নেন। ভোরে তিনি ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুমে যান। দীর্ঘসময় ধরে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে রেস্তোরাঁর কর্মচারীদের সন্দেহ হয়। পরে বাথরুমের ওপর দিক দিয়ে তাকিয়ে দেখতে পান তিনি পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’