সাভারের হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে অহিদুজ্জামান মুকুল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদলতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার চাঁদাবাজ অহিদুজ্জামান মুকুল সাভারের হেমায়েতপুর দক্ষিণ শ্যামপুরের মরহুম আব্দুল আলীর ছেলে।
জানা যায়, আওয়ামী লীগের সময়ে চাঁদাবাজ মুকুলকে চাঁদাবাজির অভিযোগে এলাকা থেকে বের করে দেয়া হয়। পরবর্তীতে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ আন্দোলনে দেশ ত্যাগ করে পালিয়ে গেলে স্থানীয় মোশাররফ হোসেন মোশা ও শরীফ তাকে চাঁদাবাজির জন্য এলাকায় নিয়ে আসেন। হেমায়েতপুরের ফুটপাতের সকল চাঁদাবাজির টাকা-পয়সা মোশাররফ হোসেন মোশার হাত দিয়ে নিয়ন্ত্রণ হয়। আর সারা দিনের কালেকশনের চাঁদাবাজির টাকা দিনের একটি সময়ে মোশাররফ হোসেন মোশার হাতে বুঝিয়ে দিয়ে আসেন মুকুল।
রোববার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে চাঁদাবাজির সময় মুকুলকে হাতে-নাতে গ্রেফতার করেন। মুকুলের গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নেমে আসে।
সাভার মডেল থানা ও ট্যানারী ফাঁড়ির (এসআই) মো: আমির জানান, দুপুরে মুকুলকে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। যে চাঁদাবাজি করবে তাকেই গ্রেফতার করা হবে।’