নরসিংদীতে কিশোর গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার

‘আলী হোসেন একজন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে।’

মো: আসাদুজ্জামান আসাদ, শিবপুর (নরসিংদী)

Location :

Shibpur
মোহাম্মদ আলী হোসেন
মোহাম্মদ আলী হোসেন |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী মোহাম্মদ আলী হোসেন ওরফে আলীকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে ধানুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় অভিযানে সাত দশমিক ৬৫ মি:মি: একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আলী হোসেন শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। যেগুলোতে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) হয়েছিল।

এছাড়া তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদককারবারি, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের (কন্ট্রাক্ট কিলিং) সাথে সরাসরি জড়িত ছিল। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরেছে বলে জানায় পুলিশ।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, ‘আলী হোসেন একজন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে।’