নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে অচলা সরকার ওরফে নূপুর সরকার নামের ভারতীয় সেই নারীকে তার দেশে (ভারতে) ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
অচলা সরকার ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকার দম্পতির মেয়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, অচলা সরকার গত মে মাসে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নওগাঁ জেলার সাপাহার সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ওই সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আদালতের নির্দেশে দীর্ঘ চার মাস তাকে রাজশাহীর সেফ হোমে রাখা হয়।
পরে আদালতের রায় ও দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর এবং সাপাহার থানার পুলিশের প্রতিনিধি। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ কর্মকর্তা প্রবীণ যাদব ও ভারতীয় পুলিশের সদস্যরা।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অচলা সরকারকে বিএসএফ ও ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।