কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে মূলত কোনো দল ছিল না। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে অনেকগুলো ছোট ছোট দল হয়ে গেছে। এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে সকলে একত্রিত হয়েছিল, তা সবারই জানা আছে।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia Sadar
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলথ কার্ড ও ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল হোসেন এবং কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪৩২ জনকে হেলথ কার্ড এবং ৫৮৪ জনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে মূলত কোনো দল ছিল না। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে অনেকগুলো ছোট ছোট দল হয়ে গেছে।’ এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে সকলে একত্রিত হয়েছিল, তা সবারই জানা আছে। জুলাই আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিল এবং আহত হয়েছিল, আমরা তাদের যথাযথ সম্মান জানাবো। তবে এর মধ্যে যদি কেউ উপদ্রব সৃষ্টি করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’