শেরপুরে জুলাই মিছিলে হামলার মামলায় মাদরাসা সুপার গ্রেফতার

এই ঘটনায় গত ২০২৪ সালের ২ নভেম্বর তারিখে শাহ-বন্দেগী ইউনিয়নের মোতালেব সরকারের ছেলে আহত রিফাত সরকার ১৪৭ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
মাওলানা আতাউর রহমান
মাওলানা আতাউর রহমান

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মির্জাপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আতাউর রহমানকে (৫২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি গত ১৭ জুলাই দুপুর ১২টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার ইজাহারে উল্লেখ করা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্রসহ লোহার রড, লাঠি নিয়ে মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়, এমনকি ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এ সময় গুলিতে নাসির উদ্দিন, আব্দুল মজিদ আকন্দ, শাকিল রোজা, রহমত আলী, নাহিদ হাসান, সাইম, হোসেন ও রিফাত সরকার আহত হন। এই ঘটনায় গত ২০২৪ সালের ২ নভেম্বর তারিখে শাহ-বন্দেগী ইউনিয়নের মোতালেব সরকারের ছেলে আহত রিফাত সরকার ১৪৭ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, গ্রেফতার আতাউর রহমান ইজাহারভুক্ত আসামি, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।