সাটুরিয়ায় খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
লাশ উদ্ধার।
লাশ উদ্ধার। |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ার আনছার উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের পানাইজুরী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আনছার উদ্দিন ওই এলাকার মরহুম কফিল উদ্দিনের ছেলে।

জানা যায়, স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন, আনছার উদ্দিনের স্ত্রী নাজমা বেগমের বরাত দিয়ে জানান, তিনি গান শুনতেন। শনিবার রাতে বাড়িতে না ফেরার কারণে তার পরিবার মনে করেন— তিনি কোথাও গান শুনতে গিয়েছেন।

তিনি আরো জানান, আনছার উদ্দিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে।

Topics