সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে গণশুনানি

সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন মানুষের দোরগোড়ায় যাবে : ডিসি ফরিদা খানম

‘গণশুনানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের বাস্তব পদক্ষেপ।’

নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

Location :

Sitakunda
সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন মানুষের দোরগোড়ায় যাবে : ডিসি ফরিদা খানম
সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন মানুষের দোরগোড়ায় যাবে : ডিসি ফরিদা খানম |নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ‘মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে। গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় করবে।’

মঙ্গলবার (১৯ আগস্ট)) সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এ কথা বলেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি উর রহিম জাদিদ।

উল্লেখ্য, যে চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে নেই কোনো জনপ্রতিনিধি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসন ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করার এ উদ্যোগ নেন।

দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তা মেরামত, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ—প্রধানত এসব বিষয় ওঠে আসে গণশুনানিতে।

অনুষ্ঠানের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘এ গণশুনানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের বাস্তব পদক্ষেপ। ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে সাধারণ মানুষ মনে করছেন।’