চরফ্যাশনে মোয়াজ্জেম হোসেন হেলাল

‘প্রতিটি ঘরে জামায়াতের দুর্গ গড়ে তুলতে হবে’

শুক্রবার (৮ আগস্ট) ভোলার ভোলার চরফ্যাশনে ভোটকেন্দ্র প্রতিনিধিদেরকে নিয়ে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ‘প্রতিটি ঘরে জামায়াতের দুর্গ গড়ে তুলতে হবে, যেসব ঘরে জামায়াতের কর্মী নেই সেসব বাড়িতে জামায়াতের কর্মী সৃষ্টি করতে হবে।’

শুক্রবার (৮ আগস্ট) ভোলার ভোলার চরফ্যাশনে ভোটকেন্দ্র প্রতিনিধিদেরকে নিয়ে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ উপজেলার সাড়ে তিন লাখ ভোটারের বাড়িতে বাড়িতে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াতের প্রত্যেক কর্মী ভাই ও বোনকে মানবজাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তাই মানবজাতির কল্যাণ করাই হচ্ছে জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।’

শুক্রবার সকাল ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন, সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিববুল্লাহ।

সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনকে জামায়াতের পক্ষ থেকে চরফ্যাশন পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।

সম্মেলনে চরফ্যাশন উপজেলার বিভিন্ন কেন্দ্রের দেড় সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন।