রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতা কর্মসূচি

‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’—প্রতিপাদ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতা কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সচেতনতা কর্মসূচি |নয়া দিগন্ত

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ‘এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি’—প্রতিপাদ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। শুধু চিকিৎসা নয়, নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশই পারে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে আনতে। এজন্য বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া ফুলের টব, বালতি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কন্টেইনার, ওয়াটার মিটার বা নির্মাণাধীন ভবনের গর্তে যেন কোথাও পানি জমে না থাকে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরো বলেন, জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করা উচিত। যেকোনো স্থানে অল্প পরিমাণ পানি জমে থাকলেই এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই প্রতিদিনের অভ্যাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা যুক্ত করতে হবে।

রোগীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেয়ার পরামর্শ দেন তারা। পাশাপাশি দিন ও রাতে বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।