লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিহত জেলের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

গত ২ জুন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে জেলে জহুরুল নিহত হন। সে লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হজরত আলীর ছেলে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিহত জেলের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিহত জেলের পরিবারের পাশে উপজেলা প্রশাসন |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিহত জেলে জহুরুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান উপজেলার লক্ষীপুর গ্রামে ওই জেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

নিহত জহুরুলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও এক বস্তা শুকনো খাবার সহায়তা দেয়া হয়।

এছাড়া তার স্ত্রীকে সামাজিক নিরাপত্তা সুবিধার ব্যবস্থা করার জন্য ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, গত ২ জুন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে জেলে জহুরুল নিহত হন। সে লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হজরত আলীর ছেলে।