ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা জাগ্রত কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় পটিয়ায় দোয়া মাহফিল সম্পন্ন হলো।
শনিবার (২০ ডিসেম্বর) অপরাহ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান ওদের জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: ফরিদুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক নূরুল্লাহ, একর্ড হোল্ডিংস লি. এর চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, ব্যাংকার্স থানা চট্টগ্রামের সেক্রেটারি আকতার হোসাইন, প্রফেসর মূসা খান, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ, ইঞ্জিনিয়ার নূরুল আবছারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আমির মুহাম্মদ জসিম উদ্দিন, পটিয়া পৌরসভা আমির মাস্টার সেলিম উদ্দিন, কালারপুল থানা আমীর মাস্টার নাসির উদ্দিন, আহমদ নূর, প্রফেসর আব্দুন নূর, মাহবুবুল আলম, সুসান্ত বড়ুয়া, পিপলু বড়ুয়া, জামান উদ্দিন, আহমদ নবী, শেখ মুহাম্মদ ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা।
এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটিয়া শহর সভাপতি মাহবুব উল্লাহ, পশ্চিম থানা সভাপতি মুহাম্মদ জিহান ও পটিয়া সরকারি কলেজ সভাপতি গাজী আবুল হাসনাত জুবায়েরসহ ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।



