চাটমোহরে আওয়ামী লীগের ৯ নেতা গ্রেফতার

শুক্রবারে তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
চাটমোহরে পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হয়
চাটমোহরে পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হয় |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল ছাত্রলীগের নয়জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো: সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের মো: মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোড়া গ্রামের মো: জাকির হোসেন (৩৮), পৌর সদরের বালুচর মহল্লার মো: আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো: আব্দুস সামাদ (৪৫), মো: ছকির উদ্দিন (৫৫), মো: আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো: আজিজুল হক (২৫) এবং ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের মো: রবিউল ইসলাম রাসেল (৩৫)।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আসামি সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্য গ্রেফতাররা চাটমোহর থানার দু’টি বিস্ফোরক মামলার আসামী। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।