টংগিবাড়িতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার দীঘিরপাড়া ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সমাবেশে অধ্যাপক এ বি এম ফজলুল করীম
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সমাবেশে অধ্যাপক এ বি এম ফজলুল করীম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার দীঘিরপাড়া ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেন, ‘জামায়েত ক্ষমতায় এলে এ অঞ্চলের মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই বিশ্বাস থেকেই মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও সমস্যার বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তারা কাজ করতে চান।’

অধ্যাপক ফজলুল করীমের ভাষ্যমতে- শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে জনগণের চাহিদা অগ্রাধিকার পাবে। সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করাই হবে প্রধান লক্ষ। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে একটি মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সমাবেশে জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, টংগিবাড়ি উপজেলার আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, দীঘিরপাড়া ইউনিয়নের সভাপতি মাহবুব হোসেন, নূর হোসেনসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।