চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের বাদল মণ্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সাধন কুমার মজুমদার (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের বাদল মণ্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাধন উপজেলার সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর গ্রামের পরলোকগত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে স্কুল থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন সাধন কুমার। তিনি চৌগাছা ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের বাদল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাধন কুমার নিহত হন। ঘটনায় চৌগাছা থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ওই ট্রাকের চালক পালিয়ে গেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।