মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ২ কোটি টাকার ক্ষতি

শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Location :

Netrokona
অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত
অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত |নয়া দিগন্ত

নেত্রকোনা ও মদন সংবাদদাতা

নেত্রকোনার মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে ১ কোটি ৭৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে মদন পৌর এলাকার মহিউদ্দিন মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ঘটনায় মদন দমকল বাহিনীকে সংবাদ দেয়ার পর কর্মকর্তা ও কর্মী বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে চেষ্টা চালায়। তবে আগুনের ভয়াবহতার কারণে প্রায় দুই ঘণ্টা সময় লাগে; ততক্ষণে মার্কেটের ১৭টি দোকান পুড়ে যায়।

মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।