বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর বেলস পার্কে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার ইমদাত হোসেন, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক আবুল বারাকাত মো: আব্দুর রহমান, উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালাদি সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিসিকের দ্বারস্থ হতে হবে। কারণ একমাত্র বিসিকই উদ্যোক্তাদের পাশে থেকে কাজ করছে। কিভাবে একটি ব্যবসা গড়ে তোলা ও প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে সহায়তা দেবে বিসিক।
বক্তারা আরো বলেন, উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে হবে। শুধু বরিশাল নয়, সারাদেশে বিভিন্ন মেলায় অংশ নিয়ে পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি পণ্যের মানোন্নয়ন ও বিশ্ববাজারে ব্যবসা দাঁড় করানো এখন সময়ের দাবি।
উল্লেখ্য, গতবারের মেলায় এক কোটিরও বেশি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এবার ৭০টি স্টল নিয়ে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা। আয়োজকরা আশা করছেন এবারের বিক্রি গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে।



