গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডিন বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম

গবেষণাক্ষেত্রে তার সবচেয়ে আলোচিত অবদান ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগের আক্রমণ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব প্রদান। এই গবেষণার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার উদ্ভাবিত ক্রিসপারভিত্তিক (সিআরআইএসপিআর) দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
নবনিযুক্ত ডিন বিজ্ঞানী মো: তোফাজ্জল ইসলাম
নবনিযুক্ত ডিন বিজ্ঞানী মো: তোফাজ্জল ইসলাম |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম।

বুধবার (৩১ ডিসেম্বর) থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ পদে নিযুক্তির মাধ্যমে ড. তোফাজ্জল বর্তমান ডিন অধ্যাপক ড. মো: রমিজ উদ্দিন মিঞার স্থলাভিষিক্ত হলেন।

ড. তোফাজ্জল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড বায়োসায়েন্সে সর্বোচ্চ ডিস্টিংসনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) এর প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে, তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক বিভাগ ও বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গবেষণাক্ষেত্রে তার সবচেয়ে আলোচিত অবদান ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগের আক্রমণ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব প্রদান। এই গবেষণার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার উদ্ভাবিত ক্রিসপারভিত্তিক (সিআরআইএসপিআর) দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যাপক তোফাজ্জল ইসলামের গবেষণা সাফল্য বিশ্বজুড়ে সমাদৃত। এ পর্যন্ত তার ৪৮০টিরও বেশি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলার অনুযায়ী তার গবেষণার সাইটেশন সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে এবং তার এইচ-ইনডেক্স ৬১, যা বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে এক বিরল ও গৌরবজনক অর্জন।

আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি আমেরিকান ফাইটোপ্যাথলজিক্যাল সোসাইটির (এপিএস) ১২০ বছরের ইতিহাসে প্রথম বাঙালি হিসেবে ‘ফেলো’ নির্বাচিত হন। একইসাথে তিনি দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউিএএস) এবং বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর নির্বাচিত ফেলো।

গত কয়েক বছর ধরে তিনি স্ট্যানফোর্ড-এলসেভিয়ার র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় ধারাবাহিকভাবে স্থান ধরে রেখেছেন।

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ব্যবস্থা অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বাংলাদেশের এক নম্বর গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার ক্ষেত্রে তার অবদান অনন্য। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতা সমৃদ্ধ অধ্যাপক তোফাজ্জল ইসলাম জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস), জার্মানির আলেকজান্ডার ফন হুমবোল্ট, যুক্তরাজ্যের কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফেলোশিপের আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল, ইউজিসি রিসার্চ অ্যাওয়ার্ড, কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) ট্রান্সফরমারস অ্যাওয়ার্ডসহ অসংখ্য দেশী-বিদেশী সম্মাননায় ভূষিত হয়েছেন।

গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে অধ্যাপক তোফাজ্জল ইসলামের নিয়োগ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং গবেষণায় আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।