মহেশপুর সীমান্তে একদিনে শিশুসহ ৫৩ জন নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (২৫ মে) রাতে ৫৮-বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের সঞ্জয় বালা ও অনুজ বিশ্বাস, জীবননগরের সোমেন দাস, হারানদাস, খুলনার হাকিম, আপন মল্লিক, শাহাজান শিকদার, নড়াইলের শাহাজান ও মনি, লালমনিরহাটের জাহাঙ্গীর ও জিয়ারুল ইসলামসহ ৫৩ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর বিজিবির সদস্যরা নব দূর্গাপুর মাঠ থেকে ৪৫ জন এবং শ্যামকুড় ও মাঠিলার মাঠ থেকে আটজনকে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। বিজিবির পক্ষ থেকে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ও অবৈধভাবে প্রবেশের দায়ে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।