কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো: গিয়াস উদ্দিন (৫৫) ও জালাল আহমদ (৪৫) নামে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা বাজারের ব্যবসায়ী গিয়াস ও জালাল মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে রাত ৮টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় রাস্তায় থাকা ধানের খড়ের সাথে জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে তারা  গুরুতর  আহত হন। পরে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা দুজন চাচাত ভাই ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।