ঈশ্বরগঞ্জ আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসসহ নিজ নিজ দলের নেতাকর্মীরা।