সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার

সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে; তিনি দীর্ঘদিন ধরে বাহিনী নিয়ে ডাকাতি করছিলেন।

সেকান্দার আলী, মোংলা (বাগেরহাট)

Location :

Bagerhat
ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড
ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড |নয়া দিগন্ত

সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে (৪৮) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গ্রেফতার নজরুল বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী-সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করেন। আভিযানিক দল ধাওয়া করে রাঙ্গা বাহিনীর প্রধানকে দু’টি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত নজরুল দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল। এছাড়াও, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই ওই বাহিনীকে গ্রেফতারে অভিযানে নামে কোস্টগার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও গ্রেফতার ডাকাতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং পণবন্দী থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।