টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বাজারে ভয়াবহ আগুনে দু’বসতবাড়ি ও দোকানঘর পুড়ে গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাপড়ী বাজারের দক্ষিণ পাশে বসবাসরত মরহুম ফটিক চন্দ্রর ছেলে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রর বসতবাড়িতে প্রথমে আগুন লাগলে সেখান থেকে তা ওই বসতবাড়ির সামনের ভাগের পালাশ ও চান মিয়া খানের দোকানে তা ছড়িয়ে পড়ে। এ সময় দোকান ও বাড়ির মালামাল পুড়ে গেছে।
পলু চন্দ্র জানান, রাত আনুমানিক ১০টার দিকে বাজার থেকে এসে ঘরে খাবার খেতে বসেছি, এ সময় ধোয়া দেখতে পেয়ে বাহিরে এলে চান মিয়া খানের দোকানে আগুন জ্বলতে দেখে মানুষ জনকে ডাকাডাকি করি। এ সময় লোকজন আসার আগেই আগুনের তীব্রতা আমার ঘর, ভাইয়ের ছেলের দোকান, চান মিয়া খার দোকান ও পাশের আরো একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানায়, দোকান ও বসতবাড়ি মিলে আনুমানিক অনেক টাকার ক্ষতি হয়েছে। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
ফায়ার সার্ভিসকর্মীরা জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।