চকরিয়া মাতামুহুরী নদীতে গোসলে গিয়ে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করাতে সক্ষম হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া মাতামুহুরী নদীতে গোসলে গিয়ে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার
চকরিয়া মাতামুহুরী নদীতে গোসলে গিয়ে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ব্রিজের পয়েন্টে প্রতিদিনের ন্যায় গোসলে গিয়ে পানির স্রোতে ডুবে যাওয়া তিনজন স্কুল শিক্ষার্থীর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ পিংকি আক্তারের (১৬) লাশ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পিংকি আক্তার চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী ও হালকাকারা ২নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগ মুহূর্তে মাতামুহুরী নদীতে প্রতিদিনের ন্যায় স্কুলের তিনজন ছাত্রী গোসল করতে যায়। গোসলে নেমে পানিতে ডুব দিলে পানির স্রোতের টানে ভেসে যায়। দুইজন ছাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পিংকি আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করাতে সক্ষম হয়েছে।

এদিকে মাতামুহুরী নদীতে তিন শিক্ষার্থীর নিখোঁজের এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা নদীর তীরে ভিড় করে।