হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে লোহাগাড়ায় জনতার মিষ্টি বিতরণ

এতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নিয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনতার মিষ্টি বিতরণ
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনতার মিষ্টি বিতরণ |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সঙ্ঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন স্থানে উল্লাস ও মিষ্টি বিতরণ করেন নান পেশার মানুষজন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর পাওয়া মাত্র শুরু হয় এ উল্লাস।

এ সময় ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ নানা স্লোগান দিতে থাকেন সাধারণ জনতা। এতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নিয়েছে।

তারা বলেন, এটি বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকবে। আদালত তার কাজ করেছে, এখন এটা কার্যকর করার জন্য সরকার কি করছে সেটা দেখার পালা। আজ সাধারণ মানুষ উল্লাস করছে কিন্তু প্রকৃত উল্লাস ও আনন্দ করবে সেদিন, যেদিন হাসিনার ফাঁসি হবে।

ছাত্রনেতা মির্জা তামিম বলেন, ‘আবারো প্রমাণিত হলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নরপিশাচ খুনি হাসিনা যে ট্রাইবুনালের মাধ্যমে অসংখ্য দেশপ্রেমিক জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছে ও বিএনপির সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে, একই ট্রাইবুনালে হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রের কাছে আবেদন জানাই, অতি দ্রুত হাসিনাকে দেশে এনে ফাঁসি দেয়া হোক।’