কালকিনি

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ‘মহাসড়ক অবরোধের বিষয়টি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। তবে আশা রাখি বিষয়টি সমাধান হবে।’

Location :

Kalkini
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ |সংগৃহীত

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের কালকিনিতে চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার গাড়ির যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাকিব, রবিন, সাব্বিরসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থী জানান, আমরা অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে চাই না। তাই অন্য উপজেলা থেকে পরীক্ষা কেন্দ্র আমাদের উপজেলায় আনার দাবিতে মহাসড়ক অবরোধ করেছি। তবে আমাদের দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ‘মহাসড়ক অবরোধের বিষয়টি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। তবে আশা রাখি বিষয়টি সমাধান হবে।’