শ্রীনগরে মতবিনিময় সভায় প্রার্থী ঘোষণা শেখ মো: আব্দুল্লাহ

বিএনপিতে চাঁদাবাজ–সন্ত্রাসীদের স্থান নেই, নেশামুক্ত সমাজ গড়তে চাই

‘বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ ও সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তোলা আমার অঙ্গীকার।’

Location :

Sreenagar
শ্রীনগরে মতবিনিময় সভায় প্রার্থী ঘোষণা শেখ মো: আব্দুল্লাহ
শ্রীনগরে মতবিনিময় সভায় প্রার্থী ঘোষণা শেখ মো: আব্দুল্লাহ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি ও শ্রীনগর সংবাদদাতা

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ ও সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তোলা আমার অঙ্গীকার।’

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণমানুষের অধিকার, উন্নয়ন পরিকল্পনা ও সাংবাদিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেন। ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে।’

মতবিনিময় সভায় শেখ মো: আব্দুল্লাহ বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা নেই। সমাজ উন্নয়নে এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সত্য তুলে ধরলে সমাজ ও রাজনীতি দুটোই সঠিক পথে এগোয়।’

তিনি সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই আপনারা নির্ভিকভাবে সত্য লিখবেন। উন্নয়নের যাত্রায় সংবাদকর্মীদের ভূমিকা আমার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হয়ে থাকবে।’

নেশামুক্ত সমাজ ও উন্নয়ন পরিকল্পনার অঙ্গীকার শেখ মো: আব্দুল্লাহ বলেন, ‘সিরাজদিখান ও শ্রীনগরসহ পুরো নির্বাচনী এলাকাকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও নিরাপদ অঞ্চলে পরিণত করতে চাই। যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে সব ধরনের কার্যক্রম নেয়া হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধের কোনো স্থান থাকবে না।’

তিনি আরো জানান, জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নই তার মূল লক্ষ। রাস্তা–ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তরুণদের কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রে বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে এগোতে চান।

সাংবাদিকদের উপস্থিতি ও মতামত সভায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা–উপজেলা–মহানগরের সাংবাদিকরা অংশ নেন। তারা বিভিন্ন প্রশ্ন করেন এবং নির্বাচনী এলাকা সম্পর্কিত সমস্যা–সম্ভাবনা তুলে ধরেন।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন—যদি তিনি নির্বাচিত হন, তবে দীর্ঘদিনের উপেক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

সভা শেষে প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ সবাইকে ধন্যবাদ জানান এবং জনগণকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।