নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, যুবক নিহত

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকাশ তার মোটরসাইকেল নিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পূর্ব হাগুরিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore Sadar
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

নাটোরের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পূর্ব হাগুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে আকাশ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের পূর্ব হাগুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকাশ তার মোটরসাইকেল নিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পূর্ব হাগুরিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।