নয়া দিগন্তের সাবেক সংবাদদাতা হাফেজ রেজাউল করিমের ইন্তেকাল

ড. হাফেজ মাওলানা মো: রেজাউল করিম খান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার দু’ স্ত্রী, দু’ মেয়ে ও দু’ ছেলে রয়েছেন।

বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা

Location :

Bogura
ড. হাফেজ মাওলানা মো: রেজাউল করিম খান
ড. হাফেজ মাওলানা মো: রেজাউল করিম খান |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্ত জয়পুরহাট জেলার সাবেক সংবাদদাতা, ইসলামী ছাত্রশিবির বগুড়া ও জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি এবং বগুড়ার বুজুর্গধামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. হাফেজ মাওলানা মো: রেজাউল করিম খান (৪৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

রেজাউল করিমের দু’ স্ত্রী, দু’ মেয়ে ও দু’ ছেলে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গলব্লাডারে পাথর অপারেশনের জন্য বগুড়া ইসলামি হাসপাতালে ভর্তি হন রেজাউল করিম খান। রোববার রাতে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেয়ার পর হঠাৎ রক্তের চাপ অস্বাভাবিক বেড়ে যায়। একপর্যায়ে অপারেশনের জন্য অজ্ঞান করার পর অবস্থার অবনতি হলে শিগগিরই

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় তার কর্মস্থল বুজুর্গধামা মাদরাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজ মাঠে।

জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান, সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নেতা কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. জাহিদুর রহমান, জয়পুরহাট হানাইল মদরাসার উপাধ্যক্ষ ওবায়েদুল কাদির, ছাত্রশিবির বগুড়া পশ্চিম সভাপতি সায়্যেদ কুতুব সাব্বির, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি জুয়েল হাসান কাহালু উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দস শাহীদ খান প্রমুখ।

জানাজায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বগুড়া ও জয়পুরহাট জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী, সাংবাদিক, সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

তার মৃত্যুতে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, বগুড়া জেলা শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি বগুড়া জেলা ও শহর, কলেজ শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।