উজিরপুরে ঝুঁকিপূর্ণ ৫ ভোটকেন্দ্র পরিদর্শনে নবাগত ডিসি খায়রুল আলম সুমন

বরিশালের নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে পাঁচটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে ঝুঁকিপূর্ণ ৫ ভোটকেন্দ্র পরিদর্শনে নবাগত ডিসি খায়রুল আলম সুমন
উজিরপুরে ঝুঁকিপূর্ণ ৫ ভোটকেন্দ্র পরিদর্শনে নবাগত ডিসি খায়রুল আলম সুমন |নয়া দিগন্ত

বরিশালের নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে পাঁচটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন। এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টির ভোটকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ সময় জেলা প্রশাসক কেন্দ্রগুলোর অবকাঠামোগত নিরাপত্তা, প্রবেশমুখ, ভোটারদের চলাচল, আলোকসজ্জা, সিসিটিভি স্থাপনের সম্ভাব্যতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে কেন্দ্রভিত্তিক আলাদা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ভোট কেন্দ্রের রাস্তাঘাট মেরামত ও সাধারণ জনগণ যেন বিনা ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং প্রতিটি ভোট যেন সঠিকভাবে গণনা হয়—সে জন্যে জেলা প্রশাসন কঠোর তদারকিতে রয়েছে। এই উপজেলার ভোটারদের মাঝে আস্থা সৃষ্টি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই আমাদের আজকের এই মাঠ পরিদর্শন।’

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। জেলা প্রশাসকের এ পরিদর্শনের পর ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।