দশমিনা ও গলাচিপায় ১৪৪ ধারা আদেশ অব্যাহত

এ আদেশ চলাকালে সকল ধরনের সভা-সমাবেশ, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র বহন বন্ধ থাকবে। এছাড়া একসাথে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষেধ।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা আদেশ অব্যাহত রয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়ন ও বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং গলাচিপা পৌর শহর ও তার আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

শুক্রবার (১৩ জুন) এ দু’ উপজেলার নির্বাহী কর্মকর্তারা এ আদেশ জারি করেন এবং মাইকিং-এর মাধ্যমে তা জনসাধারণকে জানিয়ে দেয়া হয়। এ আদেশ চলাকালীন সময় সকল ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন বন্ধ থাকবে। এছাড়া একসাথে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় গলাচিপার পাতাবুনিয়া গ্রামে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং রাত ৮টার দিকে চরবিশ্বাস বাজারে বিএনপি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে।