সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

Location :

Satkhira

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পানির লাইনের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার শহরতলীর বকচরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মনিরুল ওই গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মনিরুল নিজ বাড়িতে পানির লাইনের মোটর মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত মোটরের সাথে সংযোগ দেয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।