খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা টিও লাইসেন্স ও স্যার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ করেছে খুচরা সার ব্যবসায়ীরা।
রোববার (৩০ নভেম্বর) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে ব্যবসায়ীরা এ মানববন্ধন ও সমাবেশ করে।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো: ফোরকান, লামা উপজেলার আনিসুর রহমান, নাইক্কমছড়ি উপজেলার মো: হোসেন, রোয়াংছডি উপজেলার মো: নোমান, বান্দরবান সদর উপজেলার মোহাম্মদ তারেক ও গোপাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে খুচরা সার বিক্রেতারা নানামুখী সমস্যায় রয়েছে। সার সংক্রান্ত নীতিমালা সংশোধন না হওয়ায় দিন দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অবিলম্বে খুচরা সার ব্যবসায়ীদের দাবি-দাওয়া মেনে নিতে হবে।
পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।



