আমির আলী, বাহুবল (হবিগঞ্জ)
হবিগঞ্জের বাহুবলে কৃষিজমিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে মিনহাজ মিয়া (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ফদ্রখলা গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে। সে করাঙ্গী ইসলামি অ্যাকাডেমি অ্যান্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
স্থানীয় শাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, মিনহাজ বিকেলে ধানের জমিতে কাজ করা অবস্থায় হঠাৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের ক্যাবল জমিতে ছিড়ে পড়ে। এ সময় বিদ্যুতায়িত হয় মিনহাজ। পরে আমরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মিরপুর ইউনিয়নের মহিলা মেম্বার রেজিয়া খাতুন ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
বাহুবল মডেল থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চৌধুরী বলেন, মৃত্যুর বিষয়ে আমি অবগত নই।