সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে যুবকের লাশ

রোববার (৪ মে) রাতে সোনাদিয়ার পশ্চিমপাড়া এলাকার সৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Maheshkhali
মহেশখালী থানা
মহেশখালী থানা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আওতাধীন সোনাদিয়া দ্বীপের সৈকতে এক যুবকের লাশ পাওয়া গেছে।

রোববার (৪ মে) রাতে সোনাদিয়ার পশ্চিমপাড়া এলাকার সৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, রোববার (৪ মে) বিকেল ৫টার দিকে জোয়ারের ঢেউ সোনাদিয়ার পশ্চিম পাড়া এলাকার সৈকতে লাশটি ভেসে আসে। জেলেরা লাশটি দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন। স্থানীয়রা বিষয়টি মহেশখালী থানা পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছর।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, লাশটি কোনো পর্যটকের।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, এটি কোনো পর্যটকের লাশ বলে মনে হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি টিম সোনাদিয়ায় গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।