নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাড়ির পাশের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন তিনি। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীর ম্যাপ
নীলফামারীর ম্যাপ |নয়া দিগন্ত

নীলফামারীতে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কাশীনাথ (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিনাথ মাঝপাড়া গ্রামের পরলোকগত কঙ্গুল ব্রাহ্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কাশীনাথ। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীচাপ ইউনিযন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার নিশ্চিত করেন।