আমতলী মাদক সিন্ডিকেটের মূলহোতা ও ৯ মামলার আসামি রাসেল হাওলাদার গ্রেফতার

এদিকে তার গ্রেফতারে এলাকার মানুষে মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
সংগৃহীত

বরগুনা আমতলী উপজেলার মাদক সিন্ডিকেটের মূলহোতা রাসেল হাওলাদারকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনে তার নামে আরো নয়টি মামলা রয়েছে। এদিকে তার গ্রেফতারে এলাকার মানুষে মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মরহুম বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার গত ১২ বছর ধরে মাদককারবারির সাথে জড়িত। তিনি উপজেলার মাদক বিস্তারের গডফাদার হিসেবে পরিচিত। একইসাথে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন নিজস্ব নেটওয়ার্ক। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন সেই নেটওয়ার্কে।

এদিকে মাদকে সফল কারবারি হওয়ায় তার সাথে যুক্ত হয়েছেন স্ত্রীসহ রুবেল হাওলাদার ও সজিব হাওলাদার নামে দুই ভাই। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র বিক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিয়ে অর্থ আদায় করেন। অভিযোগ রয়েছে, রাসেলের সাথে পুলিশ, র‌্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজনের সাথে সখ্যতা রয়েছে। তারা হাওলাদারের বাড়িতে অবাধে আসা-যাওয়া করেন বলেও জানা গছে।

রাসেলের বিরুদ্ধে আমতলী থানায় ৯টি এবং তার স্ত্রীর বিরুদ্ধেও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে এক গ্রাম হিরোইন এবং হিরোইন পরিমাপক যন্ত্র ও প্যাকেজিং মেশিন উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মাদক সিন্ডিকেটের মূলহোতা রাসেল হাওলাদারের কব্জায় পড়ে উপজেলার অনেক পরিবার মাদকের নেশায় যুক্ত হয়ে পথে বসেছে। তার পরিবারের সবাই মাদক বিক্রির সাথে জড়িত। তারা রাসেলের কঠোর শাস্তি দাবি করেছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক মো: আনোয়ার হোসেন বলেন, ‘আদালতের বিচারকের নির্দেশে মাদক বিক্রেতা রাসেলকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক সিন্ডিকেটের মূলহোতা রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় নয়টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আইনিপ্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।