কুমিল্লায় জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ

শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ
১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশাররফ হোসাইন, নাছির আহমদ মোল্লা, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, শিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ। বিক্ষোভ মিছিলে কুমিল্লা মহানগর জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।