রাজনগর জোনের (৩৭ বিজিবি) উদ্যোগে লংগদুতে শীতবস্ত্র বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
রাজনগর জোনের (৩৭ বিজিবি) উদ্যোগে লংগদুতে শীতবস্ত্র বিতরণ
রাজনগর জোনের (৩৭ বিজিবি) উদ্যোগে লংগদুতে শীতবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে।

শক্ত হাতে সীমান্ত রক্ষা, নরম হৃদয়ে মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে বিজিবি রাজনগর জোনের উদ্যোগে রোববার (১১ জানুয়ারি) লংগদু উপজেলার পাহাড়ি জনপদে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রাজনগর জোন কমান্ডার লেফটেন্যন্ট কর্নেল মো: শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আয়োজিত এ কর্মসূচিকে মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্থানীয়রা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না।পাহাড়ি ও বাঙালি সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।