সরাইলে ‘মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে ‘মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউএনও মো: মোশারফ হোসাইন প্রধান অতিথি ছিলেন।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
সরাইলে মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃত স্বরুপ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়
সরাইলে মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃত স্বরুপ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের বিষয়বস্তুর আলোকে মূল প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সরাইল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোশারফ হোসাইন।

ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয় পরিষদ ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে ও আমার দেশ পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিনিধি শাহগীর মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃত স্বরুপ সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন, সরাইল থানার ওসি মো: মোরশেদুল আলম চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আলমকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

সেমিনারের শুরুতে কোরআন তেলায়াত করেন সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম মাস্টার।