কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হুমাইরা স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই শিশুটির মৃত্যুর বিষয়টি নয়াদিগন্তকে নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হুমায়রা সন্ধ্যায় তার চাচার ঘর থেকে উঠান হয়ে নিজেদের ঘরে যাচ্ছিল। এ সময় শিয়ালে কামড়ে ধরে তাকে টেনে নিয়ে বাড়ির পিছনের ঝোপে চলে যায়। স্বজনরা পরে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে।
শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, ‘হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল।’
শিশুটির শরীরের অনেকটা অংশ শিয়ালে খেয়ে ফেলেছে বলেও জানান তিনি।
এর আগেও চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো: লিংকনের দুই বছর বয়সী ছেলে মো: আরাফকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল। ওই শিশুর লাশও ঝোপ থেকে উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় ছোট শিশুদের কেউ বাইরে যেতে দিচ্ছে না। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।



