শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ সওজের

শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয় পাকা স্থাপনা।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ |নয়া দিগন্ত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।

সোমবার (১৯ মে) সকালে শৈলকুপা উপজেলা আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটাই এলাকার আসাননগর নামক স্থানে মহাসড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরি করেছিল স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম। বারবার জানানোর পরও তিনি স্থাপনা নির্মাণ বন্ধ করেননি। যে কারণে সোমবার সকালে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয় পাকা স্থাপনা। সে সময় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে সওজের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, ‘মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বারবার সতর্ক করার পরও নির্মাণ কাজ বন্ধ না করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে।’