দল দেখে ভোট দিলে ভালো মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে : সারজিস আলম

তিনি বলেছেন, ‘বিগত সময় টাকা দিয়ে যারা আপনাদের ভোট কিনে মুখ বন্ধ করে দিয়েছিল, তাদের মুখে এবার সেই টাকা ছুড়ে মারবেন।’

মো: ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নবাবগঞ্জ একাত্তর চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় সারজিস আলম
নবাবগঞ্জ একাত্তর চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় সারজিস আলম |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামী নির্বাচনে দল দেখে ভোট দিলে ভালো মানুষ তার উৎসাহ হারিয়ে ফেলবে।’

তিনি বলেছেন, ‘বিগত সময় টাকা দিয়ে যারা আপনাদের ভোট কিনে মুখ বন্ধ করে দিয়েছিল, তাদের মুখে এবার সেই টাকা ছুড়ে মারবেন।’

মঙ্গলবার সন্ধায় দিনাজপুরের নবাবগঞ্জ একাত্তর চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ও ধান্দাবাজি করে তাহলে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চেহারা তুলে ধরবেন। জাতীয় নাগরিক পার্টি জনগণের জন্য কাজ করত চায়, কথার সাথে কাজের মিল না থাকলে পরেরবার আর কথা বলার সুযোগ দেবেন না।’

সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার মতো আর যেন কোনো স্বৈরাচার ক্ষতায় না আসতে পারে সে জন্য আপনারকে সতর্ক থাকতে হবে।’

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মোজাহিদ, আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, আবু সাইদ লিয়ন ও আল মেহরাজ শাহরিয়ার মিথুনসহ নবাবগঞ্জ উপজেলার এনসিপির স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।